নিশ্চুপ অন্ধকারে
ত্রস্ত সমারোহে
রাত্রি যখন পসরা সাজায়
মানবসৃষ্ট মোহে
সত্যগুলোই মিথ্যা যখন
মিথ্যা তখন সত্যি
সঠিক-বেঠিক বিবেচনায়
নির্ঘুম দিবারাত্রি
দ্বিধাহীন সংকোচে
সকল সাঁঝের
সকল কাজের
অর্থ যারা খোঁজে
তারাই তখন লুকিয়ে বেড়ায়
আলোকশূণ্য স্তব্ধ ধরায়
জিয়নকাঠির জঞ্জালেতে
ধ্বংস করে কৃষ্টি
তবে দূর হয়ে যাক এক প্রভাতে
স্রষ্টার অপসৃষ্টি
মুছে দিক সব আবর্জনা
কৃত্রিম এই সুর-বেদনা
নিকশ কালো রাত্রি শেষে
অচিন আলোকবৃষ্টি